পেট্রোবাংলা রিয়েল ভাইবা প্রস্তুতি/নমুনা সাক্ষাৎকার:
প্রার্থী: আসসালামু আলাইকুম । আমি আসব, স্যার?
বোর্ড চেয়ারম্যান: ওয়াআলাইকুম সালাম। বসুন
প্রার্থী : ধন্যবাদ, স্যার।
বোর্ড চেয়ারম্যান : আপনার নাম?
প্রার্থী : মোঃ মিজান।
বোর্ড চেয়ারম্যান: আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন?
প্রার্থী : আমি সরকার ও রাজধানী বিষয়ে এমএসএস ডিগ্রি লাভ করেছি।
পরীক্ষক-২: বলুন তো, ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় কত সালে?
প্রার্থী : ১৯৬৮ সালে।
পরীক্ষক-২: এ মামলায় মোট আসামী সংখ্যা কত? এ মামলায় প্রধান আসামী কে ছিলেন?
পরীক্ষক-২: এ মামলায় মোট আসামী সংখ্যা ৩৫ জন। এ মামলায় প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পরীক্ষক-২ : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ?
প্রার্থী : ডোনাল্ড ট্রাম্প।
Read more:First Security Islami Bank PLC : Probationary Officer (PO) Viva Questions
পরীক্ষক-৩: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা করে কোন প্রতিষ্ঠান।
প্রার্থী:: বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট
পরীক্ষক-৩: আচ্ছা, আপনি সিলেট গ্যাস ফিল্ডের এর সহকারী ব্যবস্থাপকের জন্য পরীক্ষা দিতে এসেছেন। তো সিলেট জেলা নিয়ে আপনার জ্ঞান কতটুকু তা যাচাই করি। তো সিলেট জেলার কয়েকটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের নাম বলুন।
প্রার্থী: হযরত শাহজালাল (র:) এবং হযরত শাহপারন (র:) এর মাজার, জাফলং লেক, জৈন্তাপুর এলাকার চা বাগান, আলী আমজাদের ঘডড়ঘর ইত্যাদি।
পরীক্ষক ৩: আপনা ধারণা ভালোই দেখছি। আচ্ছা আরেকটি প্রশ্নের উত্তর দিন। বলুনতো সিলেট জেলার পূর্বনাম কী ছিল?
প্রার্থী : জালালাবাদ/ শ্রীহট্ট।
বোর্ড চেয়ারম্যান : আপনাকে ধন্যবাদ।
প্রার্থী : স্যার আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
Read more: পেট্রোবাংলা চয়েজ লিস্ট: Choice list Petrobangla
নমুনা সাক্ষাৎকার ০২
প্রার্থী : আসসালামু আলাইকুম। আমি আসব, স্যার?
বোর্ড চেয়ারম্যান : ওয়াআলাইকুম সালাম। বসুন
প্রার্থী : ধন্যবাদ, স্যার।
বোর্ড চেয়ারম্যান : আপনার নাম?
প্রার্থী : মোঃ সাফায়াত হোসেন।
বোর্ড চেয়ারম্যান : আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন?
প্রার্থী : আমি সরকার ও রাজনীতি বিষয়ে এমএসএস ডিগ্রি লাভ করেছি।
পরীক্ষক ২ : ডোনাল্ড ট্রাম্প কোন দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেন?
প্রার্থী : তিনি রিপাবলিক দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে নির্বাচন করেন এবং নির্বাচিত হন।
পরীক্ষক-২: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন?
প্রার্থী : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন।
পরীক্ষক-২: আচ্ছা, বলুন তো পেট্রোবাংলার আওতাধীন কয়টি বিশেষায়িত কোম্পানি কাজ করছে?
প্রার্থী : স্যার, ১৩টি।
পরীক্ষক-৩: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র কি?
প্রার্থী : সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়।
পরীক্ষক-৩: আচ্ছা বলুন তো, বর্তমানে জাতীয় সংসদে মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষিত?
প্রার্থী : সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী সংসদে মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে।
পরীক্ষক-৩: আব্দুল মুহিত, আপনি বলুনতো, বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার স্থাপনার নাম কী?
প্রার্থী : ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড।
পরীক্ষক-৩ : আফগানিস্তানের ইতিহাসে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের নাম বলুন।
প্রার্থী : হামিদ কারজাই।
পরীক্ষক-৩: মো. আবদুল হামিদ এডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
প্রার্থী : ২১তম রাষ্ট্রপতি।
পরীক্ষক-৩: তিনি কোন জেলার অধিবাসী?
প্রার্থী : তিনি কিশোরগঞ্জ জেলার অধিবাসী
বোর্ড চেয়ারম্যান: আপনাকে ধন্যবাদ।
প্রার্থী : স্যার, আপনাকেও ধর্নবাদ। আসসালামু আলাইকুম।